গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

juel / ৬২ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে স্বাস্থ্যবিধি মেনে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৬টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদুল আজহার নামায আদায়ের ব্যবস্থা করা হয়। ঈদের জামাতে ইমামতি করেন হযরত মাওলানা মোঃ ইব্রাহিম।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন সৈয়দ শাহ্ নূরে আফতাব (বাবা পারভেজ নূরী) বলেন করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করা হয়েছে। জামাত শেষে করোনা সংক্রমণ থেকে মুক্তি ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে। এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উদযাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর