ময়মনসিংহের গৌরীপুরে করোনায় জারীকৃত সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৮জনকে ৮ হাজার ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার গৌরীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এই দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে রোববার গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি-নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৮ হাজার ১শ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। লকডাউনে যারা সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে