বুধবার ২৮ জুলাই দুপুর ২ টায় গৌরীপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পালস অক্সিমিটার মেশিন প্রদান করে সেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম এর হাতে মেশিনটি তুলে দেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি।
এসময় সাথে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব, পিলু ঘোষ, আব্দুর রকিব সোহাগ, মিঠু ঘোষ, শফিকুল ইসলাম অপু, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এবিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী রন্টি চৌধুরী জানান করোনা ভাইরাসের প্রাদুভাবের এই মুহুর্তে পালস অক্সিমিটার যন্ত্রটি আমাদের গৌরীপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জরুরী রোগীদের সুবিধার কথা চিন্তা করে সংগঠনের পক্ষ থেকে এই মেশিনটি প্রদান করা হয়।
এসময় তিনি আরো বলেন আমাদের সাধ অনেক কিন্তু সাধ্য কম। সংগঠনটি চলে সংগঠনটি সদস্যদের চাঁদায় ও সমাজের হৃদয়বান কিছু মানুষের সাহায্যে।
করোনা কালীন এ সময়ে আমাদের সংগঠনের সেচ্ছাসেবকরা জীবনের ঝুকি নিয়ে দিন রাত কাজ করছে।
বর্তমানে গৌরীপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমাদের মাক্স, হ্যান্ডসেনিটাইজার, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারসহ করোনা রোগীর সেবার জন্য বিভিন্ন সামগ্রী প্রয়োজন। এজন্য সকলের সহযোগীতা চাই।।