ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ও মহানগর ছাত্রলীগের আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঘোষিত কমিটির ৪ সহ-সভাপতি ও ২ জন যুগ্ম সাধারণ সম্পাদকের বাড়ি গৌরীপুর উপজেলায়। এছাড়া প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২ জন নতুন কেন্দ্রীয় সদস্য নির্বাচন করা হয়েছে যাদের এক জনের বাড়ি গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে বলে নিশ্চিত করেছে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার।
মোহাম্মদ আল আমিনকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে সহ-সভাপতি ২৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৯জন।উক্ত কমিটিতে সহ সভাপতি পদে গৌরীপুর উপজেলা থেকে ৪ জনকে স্থান দেয়া হয়েছে তারা হলেন জুয়েল আহাম্মেদ রানা,মেহেদী হাসান রুমন,সুজন মাহমুদ ও রাসেল খান পাঠান।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ওয়াসিম মিয়া ও সানজিদা স্বর্ণা গৌরীপুর উপজেলা থেকে কমিটিতে স্থান করে নিয়েছেন
প্রথমবারের মত নওশেল আহমেদ অনিকে আহব্বায়ক ও ৭ জনকে যুগ্ম আহবায়ক ও ২৪ জনকে সদস্য করে ময়মনসিংহ মহানগর আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও তানভীর জুবায়ের ইসলাম তারিন ও মো. শরিফুল ইসলামকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় কমিটির নবাগত সদস্য মোঃ শরিফুল ইসলামও গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বাসিন্দা।।
এর আগে গত ২৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রকাশিত এক বিজ্ঞপিতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়