আনোয়ার হোসেন শাহীন :
ময়মনসিংহের গৌরীপুর (রোববার) ১ আগস্ট কোভিড-১৯ পরিস্থিতিতে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রবিউল ইসলামের সঞ্চালনা উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, প্যানেল মেয়র নাজিম উদ্দিন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউ পি চেয়ারম্যান জয়নাল আবেদীন, আব্দুল্লাহ আল আমিন জনি,
মফিজুর নূর খোকা,ডাঃ মোহাম্মদ হাসিবুল আসিফ,ডাঃ এহতে শ্যামল হক,অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী,
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন,প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার,এনজিও প্রতিনিধি নাসরিন আক্তার, প্রমূখ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপদেষ্টা মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
সভায় জানানো হয়,গৌরীপুরে ১৭ হাজার ৮ শত টিকা এসেছে। ১ ম ধাপে ৮ হাজার ২ শত ও ২ ধাপে ৩ হাজার ৭ শত টিকা দেয়া হয়েছে। আগামী ৭ আগষ্ট থেকে উপজেলা প্রতিটি ইউনিয়নে গণ টিকা কার্যক্রম বাস্তবায়নে গড়ে প্রতিদিন ৬শত রোগীর টিকা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। কোরোনা প্রতিরোধে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। লক ডাউনে সরকারি বিধি মোতাবেক যতটুকু কঠোর হওয়া প্রয়োজন উপজেলা প্রশাসন তা বাস্তবায়ন করবে।