আজম জহিরুল ইসলাম এর ছড়া”মুজিব তুমি”

juel / ৬৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

মুজিব তুমি
(আজম জহিরুল ইসলাম)

মুজিব তুমি আর কিছু না
স্বাধীনতার সোপান
তোমার ডাকে একাত্তরে
উঠেছিলো তুফান।

মুজিব তুমি আর কিছু না
জ্বলন্ত এক মশাল
বাধার প্রাচীর ভেঙে দিয়ে
আনলে শুভ সকাল।

মুজিব তুমি আর কিছু না
তুমি জাতির মুক্তি
অগ্নিবানের মতোই ছিলো
তোমার মহান উক্তি।

মুজিব তুমি আর কিছু না
তুমি বিজয় কেতন
পিছিয়ে পড়া বাঙালিকে
দিয়েছিলে চেতন।

মুজিব তুমি আর কিছু না
জাগ্রত এক বিবেক
মন্ত্রমুগ্ধের মতোই মানুষ
হয়েছিল ঠিক এক।

মুজিব তুমি আর কিছু না
বজ্র রণ-হুংকার
পাকসেনাদের দম্ভ তুমি
করেছিলে চুরমার।

মুজিব তুমি আর কিছু না
ঐতিহাসিক ভাষণ
তোমার কথায় উঠতো কেঁপে
স্বৈরাচারের আসন।

মুজিব তুমি আর কিছু না
বীর শহীদের রক্ত
তোমার ডাকে প্রাণ দিয়েছে
অগণিত ভক্ত।

মুজিব তুমি আর কিছু না
ইতিহাসের পাতা
বাংলা মায়ের গর্ব তুমি
তুমি বিজয়গাঁথা।

মুজিব তুমি আর কিছু না
আমজনতার নেতা
সারা জীবন ছিলে তুমি
বীরের মতো চেতা।

মুজিব তুমি আর কিছু না
তুমি সাহস শক্তি
তোমার প্রতি সব মানুষের
ছিলো অসীম ভক্তি।

মুজিব তুমি আর কিছু না
তুমি বুলেট কামান
একাত্তরে তাই দিয়েছো
বাস্তবতার প্রমাণ।

মুজিব তুমি আর কিছু না
রাতের ধ্রæবতারা
তোমার আলোয় উদ্ভাসিত
অন্ধ ছিলো যারা।

মুজিব তুমি আর কিছু না
সুন্দর একটি মন
এ দেশটিকে স্বাধীন করতে
করেছিলে পণ।

মুজিব তুমি আর কিছু না
একটি সিংহ শাবক
তুমি ছিলে এই বাঙালির
একজন অভিভাবক।

মুজিব তুমি আর কিছু না
রক্তরাঙা সিঁড়ি
তোমায় মোরা খুঁজতে গিয়ে
হন্যে হয়ে ফিরি।

মুজিব তুমি আর কিছু না
তুমি জাতির পিতা
তোমার দেহের রক্তবিন্দু
যায়নি কভু বৃথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর