গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জসিমের দাফন সম্পন্ন

juel / ৬৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তিনি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে।

এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিনসহ অন্য বীর মুক্তিযোদ্ধারা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫এর পনের আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ব- পরিবারে হত্যাকান্ডের প্রতিবাদে জসিম উদ্দিন কাদেরীয়া বাহিনীতে যোগ দেন।পরবর্তিতে তিনি গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর