মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে গৌরীপুর থানা পুলিশের একটি টিম পৌর শহর ও ইউনিয়নে অভিযান চালিয়ে হেরোইন সেবনের সরঞ্জামদি ও ২১০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের বাড়িওয়ালা পাড়া মহল্লার আব্দুল কদ্দুছের ছেলে মো. মামুন মিয়াকে (২৫) ১৮ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, ভাংনামারী ইউনিয়নের বয়রা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. সাদ্দাম হোসেনকে (২৩) ৩ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা, বাড়িওয়ালা পাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে জাফর ইকবালকে (৩০) ৬ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা ও কালীপুর মধ্যমতরফ মহল্লার মো. আমির আলীর ছেলে মো. আল-আমিনের (৩২) ৮ মাসের কারাদণ্ড ও ২ হাজারা টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন