স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল মজিদের (৫০) খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে গৌরীপুর পৌর শহরের কালিখলায় গৌরীপুর পাওয়ার ট্রিলার মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন।
উল্লেখ্য গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আব্দুল মজিদ নগদ ৩ লাখ ৬০ হাজার সঙ্গে নিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকায় ধান কিনতে গিয়ে ২ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৩ দিন পর ৫ আগস্ট খালিয়াজুড়ি থানার একটি হাওর থেকে লিপসা ফাঁড়ির পুলিশ আব্দুল মজিদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে লিপসা থানার পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে।
গৌরীপুর পাওয়ার ট্রিলার মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসিমের সঞ্চালনায় মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে আব্দুল মজিদ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ হাবিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদিকুর রহমান, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
এদিকে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের পর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নিকট স্মারকলিপি প্রদান করে গৌরীপুর পাওয়ার টিলার মালিক সমিতি।