(সমকালীন কবিতা)
………………………………..
পরীর মতো মেয়ে
(আজম জহিরুল ইসলাম)
পরীর মতো চেহারা তার তাই সে পরীমণি
রূপের হাটে সওদা করে পেলো সোনার খনি!
ঢালিউডের নায়িকা সে, পণ্যের সাজে মডেল
এসব করে অল্পদিনেই সুনাম কামায় অঢেল।
তার খ্যাতি ছড়িয়ে পড়ে, দেশ ও দেশান্তরে
অন্যেরা সব দূরে থেকে হিংসায় জ্বলে মরে!
এই ইমেজকে পুঁজি করে দৌঁড়ায় টাকার পিছে
এই কথাটা অসত্য নয়, কিংবা নহে মিছে!
টাকার পিছে ছুটতে গিয়ে ধরলো নোংরা পথ
সেই পথে হাঁটতে গেলে যায় কী থাকা সৎ?
তারপরেও স্বার্থের মোহে রাতের রাণী সাজে
বন্ধুরূপী রাজারা তার ছিলো একদম বাজে!
তাকে নিয়ে খেলতে গিয়ে স্বার্থ লুঠে রাজায়
নিন্দুকেরা দূরে থেকে জোরসে তালি বাজায়।
ইঁদুর-বিড়াল চলছে খেলা আহা বেশ বেশ
পরী নাটকের এই ঘটনা কবে হবে শেষ?