স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে ৮ আগষ্ট (বুধবার) গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ নিকহাত আরা এর নেতৃত্বে মৎস্য হ্যাচারী আইন, ২০১০ বাস্তবায়ন নিশ্চিতকরনে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মৎস্য হ্যাচারি আইন, ২০১০ এর বিভিন্ন ধারা লংঙ্ঘনের অপরাধে উপজেলার সাকিব মৎস্য হ্যাচারী এবং মায়ের আশীর্বাদ মৎস্য হ্যাচারীকে ২৫,০০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এসময়, সার্বিকভাবে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জান্নাতে হুর, শৃঙ্খলার দায়িত্ব পালন করে গৌরীপুর থানা পুলিশ।
তিনি জানান, গুনগতমান সম্পন্ন রেনু পোনা উৎপাদন নিশ্চিতকরনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।