ময়মনসিংহে ৬ ডাকাত গ্রেফতার

juel / ১০২ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। শুক্রবার ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ত্রিশাল বগার বাজার চৌরাস্তা গুজিয়াম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও চুরি, ডাকাতি, ছিনতাইরোধসহ মাদক এবং জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ২৪ সেপ্টেম্বর এসআই সোহরাব আলী অভিযান পরিচালনা করে জেলার ত্রিশালের বগার বাজার চৌরাস্তা গুজিয়াম থেকে ডাকাতির উদ্দেশ্যে সংগঠিত হয়ে প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতরা নিজেদের যাতায়াত ও লুন্ঠিত মালামাল বহনের জন্য নিয়ে আসা ট্রাক ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বরিশালের বাকেরগঞ্জের মোঃ আনিস, সিরাজগঞ্জের আঃ লতিফ, শরীয়তপুরের মোঃ হানিফ, সিরাজগঞ্জ সদরের আমিনুল ইসলাম, নীলফামারির আলতাফ হোসেন ও ময়মনসিংহের ভালুকার আতিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯এ ধারায় মামলা করেছে পুলিশ। ওসি আরো জানান, পলাতক ডাকাতদেরকে গ্রেফতারের জন্য একাধিক টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এছাড়া গ্রেফতারকৃতদেরকে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর