আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুরে ৬ অক্টোবর ( বুধবার)”সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”- এই স্লোগানকে ধারন করে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসটি আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যদিয়ে পালিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার,হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী,
উপজেলা স্বাস্ব্য কর্মকর্তা ডাঃ রবিউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা সাইফুল আলম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা পরিবার কল্যান কর্মকর্তা কামাল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, বেগ ফারুক আহমেদ,অচিন্ত পুর ইউনিয়ন পরিষদেসর সচিব আঃ আউয়াল প্রমূখ। অনুষ্ঠানে নিবন্ধন কর্মকাণ্ডের সফলতার জন্য উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সুজন মিয়া,ও সিধলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিটন মিয়াকে পুরস্কৃত করা হয়।