তিলক রায় টুলু
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বধলায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বেশী জয়লাভ করেছে। এর মধ্যে ৮ জন স্বতন্ত্র ও আ”লীগ ২ জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) উপজেলার ৯৩ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
ভোট গণনা শেষে রাতে উপজেলা পরিষদ কন্ট্রোলরুম থেকে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। ফলাফল অনুয়ারী যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন ২নং হোগলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন (চশমা) প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ৩ নং ঘাঘড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী একেএম মাজহারুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেণ, ৪ নং জারিয়া ইউনিয়নে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম নান্টু (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, ৬ নং পূর্বধলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, ৭ নং আগিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন চৌধুরী (চশমা) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, ৮ নং বিশকাকুনী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম আল আমীন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৯ নং খলিশাউর ইউনিয়নে আ”লীগের দলীয় প্রতীক (নৌকা) নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কমল কৃষ্ণ সরকার, ১০ নং নারান্দিয়া ইউনিয়নে আ”লীগ দলীয় প্রতীক (নৌকা) নিয়ে বেসকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুছ বেপারী, ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ১২ নং বৈরাটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী একেএম মোশারফ হোসেন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯০ জন , মেম্বার পদে ৩৮৮ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার ১০ ইউনিয়নে ২ লক্ষ ৪১ হাজার ৮৩৯ জন ভোটার রয়েছেন তার মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ৩৩৬ জন পূরুষ ও ১ লক্ষ ১৬ হাজার ৫০৩ জন মহিলা ভোটার রয়েছেন।