আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ টি ইউনিয়নের প্রার্থীগণের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিদন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, মেজর আখের মাহমুদ জয়, আনসার ভিডিপির জেলা কমান্ডেট মোহাম্মদ সোহাগ মাহমুদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান, প্রমুখ।
সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, অবাধ সুষ্ট নিরপেক্ষ ভোট অনুষ্টিত হবে।
সুষ্ঠু, শান্তি পূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দিকনির্দেশনা দেওয়া সহ আইন ভঙ্গ কারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এতে উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ সকল প্রার্থীরা অংশ নেন।