ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর মৃত্যুর পাঁচ ঘন্টা পর মারা গেলেন স্ত্রী। বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে।
মৃতরা দুজনই বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭৮) ও জুবেদা খাতুন (৬৮)। মৃত্যুকালে তারা ৩ ছেলে ৫ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে আব্দুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। কয়েকদিন ধরে তিন জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭ টায় তিনি নিজ বাড়িতে মারা গেলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এদিকে শোকের ছায়া কাটতে না কাটতেই দুপুর ১২ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুর রহমানের স্ত্রী জুবেদা খাতুন।
বৃহস্পতিবার বিকালে এই দম্পতির পৃথক জানাযা শেষে পারিবারিক কবরস্থাতে সমাহিত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন আমার চাচা আব্দুর রহমান জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়া তেমন শারীরিক অসুস্থতা ছিলনা।
বৃহস্পতিবার সকাল ৭ টায় তিনি মারা যান। এদিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ওইদিন দুপুর ১২টায় চাচী জুবেদা খাতুন মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন