চতুর্থবারের মতো চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী জয়নাল আবেদিন

juel / ৭১ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে চতুর্থবারের মতো চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী মো. জয়নাল আবেদিন।

পঞ্চম ধাপে গত ২৬ ডিসেম্বর এ ইউনিয়নে নির্বাচন হয়। ওই সময় সাতটি কেন্দ্রের ফল ঘোষণা হলেও বলারকান্দা ও গোয়ালাকান্দা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। আজ সোমবার ওই দুই কেন্দ্রের ভোট হয়।

গণনা শেষে বলারকান্দা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কমল রায় ও গোয়ালাকান্দা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবীর খান ফল ঘোষণা করেন।

স্থগিত দুটি কেন্দ্রের মধ্যে বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার ৯০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন ৩১৯ ও নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদিন ৮১৬ ভোট পান।

আর গোয়ালাকান্দা ইবতেদায়ি মাদ্রাসায় একদিন হোসেন তালুকদার ৬৭ ভোট, শেখ শ্যামছ উদ্দিন ১৪ ও জয়নাল আবেদিন ১৯২০ ভোট পান।

সব কেন্দ্র মিলে নৌকা প্রতীকের প্রার্থী সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন ৫ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার পেয়েছেন ৩ হাজার ৮৯০ ভোট।

এ নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির ছোটভাই।

এর আগে সাতটি কেন্দ্রের ফলাফলে একদিন হোসেন তালুকদার ২৯২২ ভোট, শেখ শ্যামছ উদ্দিন ২৭২৩ ও জয়নাল আবেদিন ২৬১০ ভোট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর