গৌরীপুর আনন্দ ভ্রমণের গাড়ি উল্টে আহত ১৩

juel / ৫৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২


ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুরে উপজেলার শিবপুর এলাকায় মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) ময়মনসিংহগামী আনন্দ ভ্রমনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ১৩ কিশোর আহত হয়েছে। 

আহতরা হলো, রেজাউল মিয়া (১৫), মো. হুমায়ন কবির (১৮), শাহীন (১৭), অপু মিয়া (১৭), আশিক (১৭), শাকিল (১৫), আবু রায়হান (১৭), আবু সাইদ (২০), জাকারিয়া (১৬), নূর-ইসলাম (১৮), রুবেল (২০), কামরুল ইসলাম (২০), ইটনু মিয়া (১৭)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একটি পিকআপে করে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ঈশ্বরগঞ্জ থেকে জেলা সদরের দিকে আসছিল। ওই পিকআপে দুটি বড় সাউন্ড বক্স উচ্চ শব্দে বাজিয়ে হই-হুল্লোড়সহ নাচানাচি করছিল কিশোররা। গাড়িটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের শিবপুরে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার কওে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাইনি। আহতরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর