আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এর অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক প্রদর্শনীর আয়োজন করা হয়।
পুষ্টি,মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন। এই শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজিমুল ইসলাম এর সভাপতিত্বে ও উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, খামারি আলিম উদ্দিন সহ বিভিন্ন ভেটেরিনারি কোম্পানির কর্মকর্তা।
প্রদর্শনীতে খামারি ও ভেটেরিনারি ঔষধ সহ বিভিন্ন গৃহপালিত পশু পাখির ৫০ টি ষ্টল অংশগ্রহণ করে। অতিথিদের নিয়ে ষ্টল পরিদর্শন শেষে গবাদিপশু ও পাখিদের মালিক ও আামন্ত্রিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারকসহ পুরস্কৃত করা হয়।