গৌরীপুরে ৭ ইট ভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

juel / ৬২ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

গৌরীপুরে অভিযান চালিয়ে ৭ ইট ভাটায় ২৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। জরিমানা করা ইটভাটাগুলো হলো, বিসমিল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স চাচা-ভাতিজা ব্রিকস ফিল্ড, মেসার্স শাপলা ব্রিকস ফিল্ড, মেসার্স জননী ব্রিকসের প্রত্যেককে ৫ লাখ, মেসার্স আয়েশা ব্রিকসকে ৪ লাখ, মেসার্স তারা ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স এসএইচবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন। সহযোগীতায় ছিলেন, গৌরীপুর থানার এসআই মো.শাহজালাল ও তার সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি টিম।

এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ বলেন, ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর