ভালুকায় সরকারি চাল আত্মসাৎ,গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের সুপারিশ

Iqbal Hossain Jwel / ১৬৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

ভালুকা প্রতিনিধি:

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেসমিন নাহারকে সাময়িক বরখাস্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল।

স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৪ হাজার ৮৩ জন উপকারভোগীর মধ্যে বিতরণের জন্য ৪০ হাজার ৮৩০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। মেদুয়ারী ইউপির চেয়ারম্যান জেসমিন নাহার ভালুকা খাদ্যগুদাম থেকে তিন দিনে ভিজিএফের সব চাল তুলে নেন। ইউপি কার্যালয়ে দুই দিন বিতরণের পর শেষ দিনে বুধবার চাল কম পড়ে। চাল না পাওয়া ভিজিএফের কার্ডধারীরা বিষয়টি জানতে পেরে আন্দোলন শুরু করেন। পরে ইউএনও মাসুদ কামাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে মাসুদ কামাল চাল কম পড়ার বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি।

একপর্যায়ে এক ট্রাক চাল (ছয় মেট্রিক টন) আত্মসাৎ করার বিষয়ে নিশ্চিত হয়ে জেসমিন নাহার ও দফাদার আকবরকে পুলিশে দেন ইউএনও। বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে ভিজিএফে চাল আত্মসাতের অভিযোগে ওই দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আকবর ও জেসমিন নাহারকে আদালতে পাঠানো হয়। সেখানে আকবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর জেসমিন নাহারের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর