আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, দোয়া-মাহফিল, “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা”, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি, শিশু সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ মেলার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ইকবাল আহমেদ নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ,উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার কমল রায়, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড,কিশোর কিশোরী ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করে ।