আনোয়ার হোসেন শাহীনঃ
বিশিষ্ট সংগীত সাধক, আওয়ামী লীগ নেতা ওস্তাদ এম হাই আজ অসুস্থ। জমিদার আমলে উপমহাদেশে রাজগৌরীপুরের ছিল সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য। বর্তমান আকাশ সাংস্কৃতিক ভিড়ে সেই ঐতিহ্যকে ধরে রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে সংগীতাঙ্গণকে জাতির সামনে তুলে ধরতেন এম এ হাই।তার হাত দিয়ে দেশসেরা ক্লোজআপ ওয়ান তারকা লিজা, শুভ, রুদিতার মতো সংগীতশিল্পী তৈরী হয়েছে। যাদেরকে মহামান্য রাষ্ট্রপতিসহ গুণী সংগীত সাধকরা সন্মানীত করেছেন। তিনি প্রতিষ্টা করেছেন গৌরীপুর সংগীত নিকেতন।
আর ৭৫ এর পরবর্তী সময়ে দলের দূর্দিনে তৃণমূলে গিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (মহামান্য রাষ্ট্রপতি) স্বাক্ষরিত কার্ড পৌঁছে দিয়ে দলের সাংগঠনিক দক্ষতাবৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। সংস্কৃতিমনা, মুজিব আর্দশের কর্মী এম এ হাই ৩ বার গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তাছাড়া তিনি মুক্তিযুদ্ধের প্রতিরোধযোদ্ধা, পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী এম এ হাই সামাজিক রাজনৈতিক সময় দিতে যেয়ে নিজের পরিবারের কথা ভাবেননি। কিন্ত দুঃখের বিষয় রণাঙ্গনের কমান্ডারদের প্রত্যায়ন থাকা সত্বেও তিনি মুক্তিযোদ্ধা হতে পারেননি। আজ তিনি হার্ড, কিডনিসহ শারীরিক অসুস্থতায় ভূগছেন। ডাক্তারা বলেছেন উন্নত চিকিৎসার প্রয়োজন। এর জন্য দরকার প্রচুর টাকা।সেই ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।