আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুরে ২ এপ্রিল (শনিবার) করোনা যোদ্ধাদের সন্মাননা দেয়া হয়েছে।
বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে “এসো গৌরীপুর গড়ি”এর উদ্যোগে সন্মাননা অনুষ্টানে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্টাতা আবু কাউছার চৌধুরী রন্টি,সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব, সদস্য সুপক রঞ্জন উকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, ময়মনসিংহ জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক ড.সামিউল আলম লিটন,থানার অফিসার্স ইনচার্জ খান আঃ হালিম সিদ্দকী,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম.নূরুল ইসলাম, এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্টাতা আবু কাউছার চৌধুরী রন্টি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত কুমার দাস,পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, ডাঃ আমানউল্লা আমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ,কবি আওলাদ হোসেন জসীম প্রমূখ।
অনুষ্টানে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, করোনা কালীন সময়ে এসো গৌরীপুর গড়ি সেচ্ছাসেবী সংগঠনটি মানুষের পাশে ছিল। মানুষের কল্যাণ ও সেবার মাধ্যমে সংগঠনটি বেচেঁ থাকবে।
অনুষ্টানে সাতান্ন জন করোনা যোদ্ধাকে সন্মাননা দেয়া হয়।