গৌরীপুরে ফেরৎ যাচ্ছে কর্মসংস্থান কর্মসূচির ৬৫ লক্ষ টাকা

juel / ৭৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

গৌরীপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচ

গৌরীপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইপিজি) প্রকল্পের ৬৪ লাখ ৪৫ হাজার টাকা ফেরত যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারা ও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অফিস সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যানরা কাজ না করেই সম্পূর্ণ বিল উত্তোলনের জন্য চাপ প্রয়োগ করেন। তাতে রাজি হননি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-২২ অর্থ বছরে প্রথম ধাপে উপজেলার ১০ টি ইউনিয়নে ২ কোটি ৭১ হাজার টাকা বরাদ্দ আসে। এই প্রকল্পের মোট শ্রমিক সংখ্যা ১হাজার ৬শ ৯৭ জন। প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি।

নিয়ামানুযায়ী ৪০ কর্মদিবসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা কিন্ত নির্ধারিত সময়ের মধ্যে ৩১ কর্মদিবস কাজ হওয়ায় বাকি ৯ কর্মদিবসের টাকা ফেরত চলে যায়। এদিকে প্রকল্পের টাকা ফেরত চলে যাওয়ায় উপকারভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

১০ টি ইউনিয়নে ফেরত যাওয়া টাকার পরিমাণ মইলাকান্দা- ৫ লাখ ৭০ হাজার, গৌরীপুর- ৬ লাখ, অচিন্তপুর – ৬ লাখ ১০ হাজার, মাওহা- ৫ লাখ ৭০ হাজার, সহনাটি- ৬ লাখ ৯০ হাজার, বোকাইনগর- ৭ লাখ ৪০ হাজার, রামগোপালপুর- ৭ লাখ ৮০ হাজার, ডৌহাখলা-৬ লাখ ৭৫ হাজার, ভাংনামারী-৬ লাখ ২০ হাজার ও সিধলা ৫ লাখ ৯০ হাজার। মোট ৬৪ লাখ ৪৫ হাজার টাকা।

গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা
পাপ্পু সাংবাদিকদের জানান, উপজেলার ১০টি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কর্মসৃজন) কাজ ৪০ দিনের মধ্যে ৩১ দিন হয়েছে। কাজ না হওয়ায় বাকি ৯ দিনের ৬৪ লাখ ৪৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত চলে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের বলেন নির্ধারিত সময়ের মধ্যে কর্মসৃজন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় টাকা ফেরত গেছে। কাজ না করে বিল উত্তোলনের সুযোগ নেই। প্রকল্পের ৪০ দিন কর্মসূচিরমধ্যে যত কর্মদিবস কাজ হয়েছে ঠিক তত কর্মদিবসের বিল প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর