আবুল কাশেম আকন্দ,কেন্দুয়া থেকেঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের লোকজনের বল্লমের আঘাতে বাবুল দত্ত (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) সকালে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল দত্ত দনাচাপুর গ্রামের প্রবোদ দত্তের ছেলে। তিনি দর্জির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশি সাবেক ইউপি সদস্য সুবল দেব ও তাদের লোকজনের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজনের বাড়ির বৃষ্টির পানি বাবুল দত্তদের ফিশারী পুকুরে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাবুল দত্ত তাদের ফিশারী পুকুরে প্রতিপক্ষের লোকজনের বাড়ির ঢলের পানি নামার প্রতিবাদ করলে প্রতিপক্ষের সুবল দেব ও তাদের লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে বাবুল দত্তের উপর হামলা করে। এ সময় তাদের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন তিনি। পরে দ্রুত বাবুল দত্তকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা ওসি-তদন্ত মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইতোমধ্যে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জোনায়েদ আফ্রাদ স্যার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।