কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের একটি বাসা থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় মেহেরুন্নেছা নেলী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদ পেয়ে শুক্রবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কেন্দুয়া থানা পুলিশ ওই ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
ওই শিক্ষিকা কেন্দুয়া পৌরশহরের আরামবাগ এলাকার বাসিন্দা ও উপজেলার নূরেছা দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের স্ত্রী। মেহেরুন্নেছা নেলী উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
শনিবার (১৪ মে) সকালে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার সংবাদ পুলিশ রাতেই ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয় মেহেরুন্নেছা নেলীর। পরে রাত ১১টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।