গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি ভাবে বোর মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে গৌরীপুর উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এই সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।
সরকারের অভ্যন্তরীন বোর সংগ্রহ কর্মসূচির আওতায় ২২ অর্থবছরে উপজেলায় বোর সংগ্রহ অভিযানে ২ হাজার ৬ শত ৯৩ মেট্রিক টন ধান ও ১০ হাজার ৭ শত ৬০ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরকারি ভাবে প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চালের মূল্য ৪০ টাকা নিধার্রণ করা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিখাত আরা,
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম নূরুল ইসলাম, , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার গৌরীপুর উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল,গৌরীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া,শ্যামগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃমুন্নাফ,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু,সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, বসাক অটোমেটিক রাইস মিলের সত্ত্বাধিকারী শ্যামল বসাক,রাইস মিল মালিক সালাউদ্দিন উজ্জ্বল, আনজুমান আরা খাতুন,পাপন বসাক প্রমুখ।