গৌরীপুরে ৬০টি অবৈধ স্হাপনা উচ্ছেদ

juel / ৬১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নের গাজিপুর মাছের বাজারে ৬০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সড়ক বিভাগ। ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুর গাজিপুর নামক স্থানে মহাসড়কের সরকারি জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল অবৈধ বাজার বসিয়েছে। তাদের একাধিকবার নোটিশ করার পরও তারা দখল ছাড়েনি। পরবর্তীতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অধাপাকা ঘরসহ ৬০টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কিশোরগঞ্জ সড়ক ও জনপদের উপ-বিভাগীয় পরিচালক প্রকৌশলী মাইদুল ইসলাম জানান- গৌরীপুর উপজেলার গাজিপুর নামক স্থানে দীর্ঘদিন যাবত প্রায় ১৫০ একর ভূমি অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। তাদের একাধিকবার নোটিশ দেয়ার পরও তারা দখল ছাড়েননি। শনিবার (২১ মে) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে আইনশৃঙ্খলার সার্বিকভাবে সহযোগিতা করে গৌরীপুর থানা পুলিশ।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ এ উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর