কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৮ম) পর্বের মূল্যায়ন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসেম, মো. শফিকুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম আকন্দ প্রমুখ। সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কর্মরত উপজেলার কয়েক শতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী জানান, কেন্দুয়া উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে মোট ৪৮৪ জন যুবক-যুবতী কর্মরত রয়েছেন। এরমধ্যে পুরুষ ২১৯ জন ও নারী ২৬৫ জন। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, নির্বাচন অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ উপজেলার ১৭টি দপ্তরে কর্মরত রয়েছেন বলেও জানান তিনি