কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম-খতিব ও আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) সকালে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ফিল্ড সুপারভাইজার রেজওয়ান হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি ও মডেল কেয়ারটেকার আব্দুল কাইয়ুম, মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, উপজেলা ইফার শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম আকন্দ প্রমূখ। শুরুতে কোরান তেলাওয়াত করেন শিক্ষক ক্বারি মোঃ জহিরুল ইসলাম, নাতে রাসূল (সঃ) পাঠ করেন মোঃ খায়রুল ইসলাম। এতে সকল কেন্দ্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।