কেন্দুয়ার ইউএনওসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, কারণ দর্শানো নোটিশ

juel / ১১৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের শতবছরের পুরনো একটি খেলার মাঠ রক্ষার দাবিতে অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে বিজ্ঞ সহকারি জজ আদালত নেত্রকোনায় এ মামলাটি দায়ের করা হয়।

এলাকাবাসীর পক্ষে বলাইশিমুল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মন্ডলসহ ৮ জন বাদী হয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারি কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসককে আসামী করে মামলাটি দায়ের করেন।

এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে ইউএনওকে ৫ দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করেছেন।

স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, ১ একর ৮০ শতাংশ জায়গা নিয়ে বলাইশিমুল গ্রামে শতবছরের পুরনো একটি সরকারি খেলার মাঠ রয়েছে। এ মাঠে ওই এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করে। কিন্তু সম্প্রতি মাঠের একাংশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় উপজেলা প্রশাসন। এ অবস্থায় মাঠ রক্ষার দাবিতে গত ২৮ মে মানববন্ধন করে এলাকাবাসী। তবুও ওই মাঠেই আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণের প্রস্তুতি শুরু করে প্রশাসন। এরইপ্রেক্ষিতে মাঠ রক্ষার দাবি নিয়ে অবশেষে আদালতে মামলা দায়ের করেন এলাকার লোকজন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, ওই মাঠে ঘরও বানাব, মামলার জবাবও দেন। কারণ এটা নিষ্কন্টক জায়গা। মামলা তো হতেই পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর