ষ্টাফ রিপোর্টারঃ
চলতি ইরি বোর সংগ্রহ অভিযান সফল ও চালের বাজার স্থিতিশীল রাখতে গৌরীপুর উপজেলা অটো মেজর হাসকিং রাইস মিল মালিক সমিতির উদ্যোগে রবিবার রাতে স্থানীয় নেক্সাস রেষ্টুরেন্টের হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর আনিসের সঞ্চালনয় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রাইস মিল মালিক সমিতির কোষাধ্যক্ষ ও বসাক অটোমেটিক রাইস মিল এর সত্ত্বাধিকারী বাবু শ্যামল চন্দ্র বসাক,দপ্তর সম্পাদক ও আর এম জি এগ্রো রাইস মিল পরিচালক সুশান্ত সাহা প্রেমু,বসাক সুপার অটোমেটিক রাইস মিল এর সত্ত্বাধিকারী বাবু নীল কমল বসাক,জিসাম রাইস মিল এর সত্ত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক,পূর্ণা অটোমেটিক রাইস মিল এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল,সরকার সুপার অটোমেটিক রাইস মিল এর পরিচালক তুষার সরকার,উজ্জ্বল অটোমেটিক রাইস মিল এর সত্ত্বাধিকারী সালাহউদ্দিন উজ্জ্বল, নিউ চৌধুরী অটোমেটিক রাইস মিল এর সত্ত্বাধিকারী আঞ্জুমানারা বেগম,,দীপা-রিপা রাইস মিল এর পরিচালক কাজল সরকার, ইসলাম অটোমেটিক রাইস মিল এর পরিচালক জামাল, হাসিম অটোমেটিক রাইস মিল এর পরিচালক শামছুল হক প্রমুখ।
সভায় ধানের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য গোদামে চাল সরবরাহ করতে গিয়ে মিল মালিকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েও চলতি ইরি বোর সংগ্রহ অভিযান সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কিছু অসাধু চাল ব্যবসায়ী ও মজুদদারদের কারনে দেশের চালের বাজারে যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে গৌরীপুরে যেন তার প্রভাব না পড়ে সে ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ থেকে সরকারি নীতিমালা অনুযায়ী মিল পরিচালনার সংকল্প ব্যক্ত করেন।