গৌরীপুর প্রতিনিধি।
হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিরপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রবিবার দিনভর উত্তাল ছিল গৌরীপুর। সকাল ১১টায় গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। দুপুর ২টায় স্থানীয় হারুণ পার্ক থেকে স্বর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, গোলকপুর মাদরাসার শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদ-মাদরাসা থেকে আগত হাজারো মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হারুণ পার্কে এসে শেষ হয়। মিছিলে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তাঁরা।
মুক্তি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বড় মসজিদের ইমাম মাওলানা মোস্তাকিম, গোলকপুর মাদরাসার মোহতামিম মাওলানা ফরিদ আহম্মেদ, মুক্তি শামছুল হুদা, মাওলানা বেলাল হোসাইন, নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আতাহার আলী, বড় মসজিদের সভাপতি বেগ ফারুক আহাম্মদ প্রমুখ।
এদিকে উপজেলার কলতাপাড়া বাজার ও বাহাদুরপুর জামে মসজিদের মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান- উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।