কেন্দুয়ায় সড়ক নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ

juel / ৮২ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আয়োজনে এবং আরটিআই-২, এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নাধীন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) কেন্দুয়া পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কেন্দুয়া বাজার ও চিরাং বাজারের পার্শ্বস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহণ করেন। কর্মশালায় ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক মো. নজরুল ইসলাম ও ফিল্ট কমিউনিকেটর পরিতোষ দাস প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক রোকন উদ্দিন খান, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূইয়া, আনন্দ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক সাংবাদিক আবুল কাশেম আকন্দসহ ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর