কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি ঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৪নং মোজাফরপুর ইউনিয়নে তেলিপাড়া বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ,শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ (২৪ জুন) শুক্রবার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ নং মোজাফরপুর ইউনিয়নে তেলিপাড়া বাজারে সকাল ১১ টায় ১০০ জন বানভাসি মানুষের মাঝে ত্রাণ, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় প্রধান অতিথি কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বন্যাদুর্গতদের খোঁজ খবর নিতে পাঠিয়েছেন, যতদিন বন্যা দুর্গত মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরে না আসবে, ততদিন প্রধানমন্ত্রী পক্ষে আমরা মাঠে থাকব।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া, ১৪ নং মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূইয়া, মোজাফফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম সহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
আবুল কাশেম আকন্দ
০১৭১৯৩১১৮৮৬
২৪/০৬/২৩