গৌরীপুরে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

juel / ৫১ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৮ জুন) সকাল ১০টায় আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ২২ জন সুপারভাইজার এবং ১০৯ জন তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সানোয়ার জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র। এছাড়াও আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গৌরীপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র জানান, চলতি বছরের ১২ জুলাই থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এতে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম এমন ভোটারযোগ্য নাগরিকদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। ১৮ বছর হলেই সরাসরি তাদের ভোটার তালিকাভুক্ত করা হবে।
এছাড়াও ০৯ আগস্ট হতে উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হবে, চলবে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর