গৌরীপুরে রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল 

juel / ৬০ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (১ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নানা মাঙ্গলিক কর্মসূচীর মধ্য দিয়ে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মন্দিরে সকাল থেকে জগন্নাথ দেবের পূজার্চনা, শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন ও নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দুপুর ১২টায় পূজারী জগন্নাথ দেবের প্রতিমা মাথায় নিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সুসজ্জিত রথটিকে ১৪ বার প্রদক্ষিণ করে রথে জগন্নাথ দেবেরে প্রতিমা স্থাপন করেন।

পরে মন্দির প্রাঙ্গন থেকে বেলা ২ টার সময় শত শত ভক্তপ্রাণ নারী-পুরুষ ঢাক-ঢোল কাশর বাজিয়ে ও উলু ধ্বনির মাধ্যমে রথটি শহরের স্টেশন মোড় প্রদক্ষিণ করে কালিপুর বাগানবাড়ি রাধা গোবিন্দ জিউর মন্দিরে রথযাত্রার সমাপ্তি হয়। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসরে সূচনা হয়ে শেষ হবে আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। এ উপলক্ষে বাগানবাড়ি গোবিন্দ জিউর মন্দিরে ৯ দিনব্যাপি হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ, প্রসাদ বিতরনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রথ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা ব্যবস্থা বজায়-সহ রথটিকে সার্বক্ষণিক ঘিরে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর