কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়েছেন ৭৭টি পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৭৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে জমি দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙ্গালী, গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, উপকারভোগী চিরাং ইউনিয়নের আব্দুল করিম ও সান্দিকোনা ইউনিয়নের আব্দুল বারেক।
এমপি অসীম কুমার উকিল প্রধান অতিথির বক্তব্যে উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান হচ্ছে অন্যতম। সেই বাসস্থান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে উপহার দিয়েছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। পাশাপাশি মনে রাখবেন, যতদিন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেশ, ততোদিনই নিরাপদ বাংলাদেশ।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভার্চুয়ালের মাধ্যমে গণভবন থেকে সরাসরি সম্পৃক্ত থেকে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানটির শুভ উেেদ্বাধন করেন।