কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের শতবর্ষী খেলার মাঠ রক্ষা করেই আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানিয়েছেন।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে ইউএনওর মুঠোফোনে কথা হলে তিনি এ কথা জানান।
ইউএনও আরও বলেন, ১ একর ৮৬ শতাংশ ওই খেলার মাঠের ৭৬ শতাংশ জায়গা স্থানীয়দের অবৈধ দখলে ছিল। আমরা সেই জায়গা দখলমুক্ত করে ৪৬ শতাংশ ভূমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে আশ্রয়ণের ২৩টি ঘর নির্মাণ করছি। তবে শেষ পর্যন্ত ২৩টির পরিবর্তে ১৯টি ঘর নির্মাণ হবে এবং খেলার মাঠ, মাঠের জায়গাতেই থাকছে। ১ একর ৪০ শতাংশ খেলার মাঠটিও খেলার উপযোগী করে তোলা হচ্ছে।
তিনি বলেন, খেলার মাঠের পাশে আশ্রয়ণের ঘর নির্মাণের ফলে মাঠের কোনো ক্ষতি হবে না এবং খেলাধুলারও কোনো সমস্যা হবে না।
জেলা প্রশাসক এবং মুখ্য সচিব মহোদয়ের মাধ্যমে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি এখানেই আশ্রয়ণের ঘর নির্মাণের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন বলেও জানান ইউএনও।
এদিকে খেলার মাঠের পাশে আশ্রয়ণের ঘর নির্মাণ কাজের শুরু থেকেই স্থানীয় লোকজন মাঠ রক্ষার দাবি জানিয়ে এবং আশ্রয়ণ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিতে মানববন্ধনসহ নানারকম কর্মসূচি পালন করে আসছেন।
এ বিষয়ে বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম উদ্দিন জানান, খেলার মাঠের পাশে আশ্রয়ণের ঘর হওয়ায় মাঠটি আরও সুন্দর হচ্ছে। তবে এলাকার কিছুসংখ্যক অতি উৎসাহী ব্যক্তি আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে কথা বলছে। আমরা মনে করি, এখানে আশ্রয়ণ প্রকল্প হলে মাঠের কোনো ক্ষতি হবে না।