কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
“”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। “” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষ্যে পোনা অবমুক্ত, র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় কেন্দুয়ার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল, বিশেষ অতিথি, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন্দুয়া পৌরসভা মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম।
জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি অসীম কুমার উকিল এমপি বলেন, মাছ এমন একটা খাদ্য উপাদান, যা খেলে আমাদের ক্ষতির সম্ভবনা নাই বললেই চলে , তাই মাছ খাব, সুস্থ থাকব।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস সপ্তাহে ছোট মাছ, রেনু- পোনা ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস আইনে রেনু- পোনা নিধন ও অবৈধ চাইজ দোয়ারী, মশারী জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আলোচনা সভা শেষে উপজেলার ৬ জন মৎস্যচাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কেন্দুয়া উপজেলা মৎস খামারীগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গুণীজন উপস্থতি ছিলেন।