ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২৪ জুলাই) সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় উপজেলা পাবলিক হলে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজিমুল ইসলাম , অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আবদুল ওযাহেদ খান, অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দসহ সুধীবৃন্দ ও কিষাণ-কিষাণীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সকলেই কৃষি মেলার গুরত্ব নিয়ের কথা বলেন। করেন।পরে কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি কর্তৃক ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। অতিথিগণ পরবর্তীতে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে তাদের সন্তুষ্টি ব্যক্ত করেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার সকলকে এ মেলা ঘুরে দেখার অনুরোধ জানিয়ে বলেন এ মেলা আজ শুরূ হয়ে আগামী মংগলবার সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।