কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ( ২৫জুলাই) দুপুরে “”সতীর্থ কেন্দয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় “” ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রদের অংশ গ্রহণ মাধ্যমে বিভিন্ন ক্লাস রুমে ক – বিভাগ ৬ষ্ঠ – ৮ম,
খ – বিভাগ ৯ম -১০
শ্রেণিতে প্রায় ৩০০ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
নেত্রকোনা জেলার ইতিহাস ঐতিহ্য এবং কীর্তিমান ব্যক্তিবর্গ সমন্ধে জানা অজানা ছিলো কুইজের বিষয়বস্তু ।
এতে সভাপতিত্বে করেন, সতীর্থ কেন্দয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ফেসবুক গ্রুপের সিনিয়র এডমিন মোঃ আয়েশ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবীর উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, তপন ভদ্র,জাহানারা আক্তার, আবু হানিফ রতন এবং ইব্রাহিম খলিল।
কুইজ প্রতিযোগিতার সভাপতি মোঃ আয়েশ উদ্দিন ভূইয়া বলেন, আমরা প্রিয় শিক্ষার্থীদের কাছে নেত্রকোনা তথা কেন্দুয়া কে জানানোর জন্য ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করেছি, পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই উদ্যোগ গ্রহণ করিব। অতি শীঘ্রই অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেওয়া হবে।