কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজনের সাথে এক মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতথির বক্তব্য রাখেন তিনি। সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা তাদের বর্তমান কার্যক্রম ও বিভিন্ন সংকটের কথা তাদের বক্তব্যে তুলে ধরেন। এর আগে মতবিনিময় সভার শুরুতেই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়। এদিকে মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং পরে উপজেলার বলাইশিমুল গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প দেখতে যান।