কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক কৃষকের মধ্যে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি সার ও ৫ কেজি করে আমন ধান বীজ বিতরণ করা হয়।
কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সার ও ধানবীজ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী ও উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।