ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর (১৮ জুলাই) ঘোষপাড়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দুর্নীতির অভিযোগ উঠে।
অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক তদন্তটিম বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগের তদন্ত করেন। এ তদন্তের সময় অভিভাবকগন, এস এম সির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ প্রধান শিক্ষককের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবী দুর্নীতিবাজ প্রধান শিক্ষককের শাস্তিসহ এই বিদ্যালয় থেকে তাকে বদলী দাবী করেন।এরই প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের তদন্ত টিম মাঠে নামে।তদন্ত টিম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে, অভিভাবক ও মহিলাদের সাথে খারাপ আচরন,অশালীন কথাবার্তা বলা। বিদ্যালয়ের সাব মিটার লাগিয়ে সরকারী বিদ্যুৎ বিক্রি ও টাকার বিনিময় সনদ দেয়া।বিদ্যালয় ভূমির পরিমান ৪৩শতাংশের স্থলে ১০ শতাংশ করা।প্রাক প্রাথমিক ও স্লিপের টাকা আত্বসাত করা। স্কুলে পানির ব্যাবস্থা না করা। রড, সিমেন্ট, খালি বস্তা আত্বসাত করা। উল্লেখিত অভিযোগ গুলো তদন্তে প্রমানিত হয়।পরে তদন্ত টিম প্রধান উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, সদস্য সহকারী শিক্ষা অফিসার ফারজানা জান্নাত খান,মোহাম্মদ মোজাহিদুল ইসলাম
অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঃ মান্নানকে
বদলীসহ বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। সংলিষ্ট ক্লাষ্টার সহকারী শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম ও অভিযোক্ত প্রধান শিক্ষকে অনত্র বদলীসহ বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।