কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতাঃ
মরমী বাউল কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁ’র ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়ার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পালা নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামিরুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সজল কুমার সরকার, বেতার ও টিভি শিল্পী প্রদীপ কুমার পন্ডিত, সুসেন সাহা রায়, সাংবাদিক মহিউদ্দিন সরকার, শিক্ষক এমদাদুল হক বিপ্লব, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মহসিন, কবি মঞ্জুরুল হক মঞ্জু, শিক্ষার্থী জারিন তাসনিম উর্বি প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত জালাল উদ্দিন খাঁ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে কবির জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।
স্মরণ সভায় রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, আবুল কাশেম আকন্দ, সদস্য নূরে আলম সিদ্দিকী লিটন, মনিরুজ্জামান রাফি, শিক্ষক আব্দুস সাকি, মোফাখখারুল আলম, শওকত জামান কাঞ্চন ও পারভীন সিরাজ মহিলা কলেজের শিক্ষার্থীসহ উপজেলার সাহিত্য সাংস্কৃতিককর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে রোববার রাতে উপজেলার সিংহেরগাঁও গ্রামে জালাল খাঁর সমাধি প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
জালাল উদ্দিন খাঁ ১৮৯৪ সালের ২৫ এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তৎকালীন মদনপুর ইউনিয়নের আসদহাটি গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৭২ সালের ৩১ জুলাই তিনিনএকই উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে মৃত্যুবরণ করেন। তিনি অসংখ্য জনপ্রিয় গানসহ প্রায় এক হাজার গানের রচয়িতা। তাঁর লেখা গানগুলো স্থানীয় শিল্পী ছাড়াও আব্দুল আলীম ও আব্বাস উদ্দিন পরিবেশন করেছেন। জালাল গীতি নামে পাঁচ খণ্ডে প্রকাশিত হয় এই কবির গানগুলো। পরে অধ্যাপক যতীন সরকার সবগুলো গান একত্র করে জালাল গীতিকা নামে একটি সম্পাদনা গ্রন্থ প্রকাশ করেন। এছাড়া বিশ্বরহস্য নামেও একটি প্রবন্ধের বই রয়েছে জালাল খাঁর।