গৌরীপুরে হিরোইনসহ যুবক গ্রেফতার

juel / ৪৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে গৌরীপুরে মো. সাইদুল ইসলাম রনি নামের এক যুবককে (৩০) সেবনরত অবস্থায় ৮০ গ্রাম হিরোইনসহ আটক করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট হাসান মারুফ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করেন।

আটক সাইদুল ইসলাম রনি উপজেলা পৌরসভার বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত মো. হাবিবুল ইসলামের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বাড়িওয়ালাপাড়া জনৈক হাবিবুল ইসলামের ঘরে মাদক সেবন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রনিকে সেবনরত অবস্থায় ৮০ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। রনি মাদকের একাধিক মামলায় জামিনে ছিলো।

ম্যজিস্ট্রেট জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুযায়ী ২৫ গ্রামের উপর হিরোইন রাখার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সেই কারণে রনির মামলাটি মোবাইল কোর্টে বিচার্য্য নয়। তাই নিয়মিত মামলা দায়েরের জন্য প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম আমাদের সহযোগিতায় ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর