আনোয়ার হোসেন শাহীনঃ
‘মহিয়সী বঙ্গমাতার চেতনা আদম্য বাংলাদেশের প্ররনা ‘-এই স্লোগানকে সামনে রেখে ৮ আগষ্ট ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে উপলক্ষে সেলাই মেশিন বিতরন, অসহায় /অসচ্ছল নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা,অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দকী ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাজিমুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সুলতানা বেগম আকন্দ প্রমূখ।
পরে ৫ জন দরিদ্র নারী মাঝে সেলাই মেশিন বিতরন ও বিউটিফিকেশনে কোর্স সমাপ্তকারী ৫০ নারীকে জনপ্রতি ১২ হাজার টাকা করে সন্মানি প্রদান করা হয়।
শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।