কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতাঃ
উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেস রিলিজ করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম।
শনিবার (১৩ জুলাই) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং- এ ইউএনও মাহমুদা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় কেন্দুয়া উপজেলায় ৩য় পর্যায়ের ৪র্থ ধাপের ১৯৭ ঘরের মধ্যে বলাইশিমুল ইউনিয়নে বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের শুরু থেকেই বলাইশিমুল গ্রামের এক শ্রেণির দুষ্কৃতকারী, দুর্বৃত্ত লোকজন বিরোধিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ১৩ আগস্ট আনুমানিক রাত ০৪.৩০ টার দিকে পাঠকাটি ও পাঠ দিয়ে তারা ৭ এবং ৮ নং ঘরে আগুন ধরিয়ে দেয়। যাতে ঠিন ও কাঠের ক্ষতি হয় এবং কর্তব্যরত পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। আশ্রয়ণ প্রকল্পের বিরোধিতার নামে তারা মূলত সরকারের বিরোধী চক্র হিসেবে কাজ করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।
তিনি আরো উল্লেখ করে বলেন, এখানে ১.৮৭ একর জমির মধ্যে ১.৪১ একর জমি খেলার মাঠ হিসেবে অবশিষ্ট থাকছে এবং. ৪৬ একর জমিতে ২৩টি ঘরের নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে মাত্র ১২ টি ঘর নির্মাণ করা হয়েছে।
ইতিমধ্যে উপকারভোগীগণকে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্প তথা সরকারের এই মহান উদ্যোগকে নস্যাৎ করার হীনস্বার্থে লিপ্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেস ক্লাবের সাহিত্যে ও সাংস্কৃতিক সম্পাদক লেখক রাখাল বিশ্বাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।